তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসে অনবদ্য ভূমিকা পালন করায় বাংলাদেশকে মর্যাদাপূর্ণ “দ্য গ্লোবাল হেলথ অ্যান্ড চিলড্রেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। ২০১১ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে এস্টোরিয়া ওয়ার্ল্ডফ হোটেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
ডিজিটাল সিস্টেমে ও শিক্ষার সম্প্রসারণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জাতিসংঘ “সাউথ সাউথ কোঅপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড ২০১৪” প্রদান করা হয়। ২০১৪ সালের ২১ নভেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ পুরস্কার গ্রহণ করেন।
গভর্নিং প্রসেসকে ডিজিটাইজ করার জন্য Asian-Oceanian Computing Industry Organization (ASOCIO) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কে “ASOCIO 2016 Digital Government Award 2018” প্রদান করা হয়।
০৮ নভেম্বর, ২০১৮ তারিখে জাপানের টোকিওতে Asian-Oceanian Computing Industry Organization (ASOCIO) কর্তৃক আয়োজিত ASOCIO Digital Summit 2018 অনুষ্ঠানে Digital Government Award ক্যাটাগরিতে “ইনফ-সরকার” প্রকল্পকে “ASOCIO Digital Government Award 2018” প্রদান করা হয়।
১২ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে তাইওয়ানের তাইপেতে Asia Pacific Council for Trade Facilitation and Electrnics Business (AFACT) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে Creating Inclusive Digital Opportunities ক্যাটাগরিতে “ইনফ-সরকার” প্রকল্প কে “eASIA Award-2017” প্রদান করা হয়।
আইসিটি এডুকেশন এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে “WITSA Award 2017” প্রদান করা হয়।
ওপেন গ্রুপ কোচি অ্যাওয়ার্ড ২০১৯: সরকারী নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য এলাইসিটি প্রকল্পের ই-গভর্নমেন্ট কম্পোনেন্টের আওতায় ‘ই-রিক্রুটমেন্ট’ সিস্টেম শীর্ষক প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এ উদ্ভাবনীর জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে “Open Group Kochi Award 2019” প্রদান করা হয়। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই ভিযায়ন বিসিসি’র প্রতিনিধির কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।
আইসিটি’র উন্নয়ন এবং ‘ডিজিটাল বাংলাদশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং অনন্য সাধারন অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্য প্রযুক্তির প্রধান সংগঠন এশিয়া-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন কর্তৃক পপ্রবর্তিত “ASOCIO Award-2010”- এ ভূষিত করা হয়।
বিসিসি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার জন্য ২০১১ সালে e-Education ক্যাটাগরিতে ১টি এবং National Data Centre for e-service প্রতিষ্ঠার জন্য e-Infrastructure ক্যাটাগরিতে ১টি সহ মোট ২টি ভারতের “Manthan award 2011” অর্জন করে।
হেনরি ভিসকারডি অ্যাওয়ার্ড ২০১৭, ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড (আইএসআইএফ এশিয়া) অ্যাওয়ার্ড ২০১৩ এবং জিরো প্রজেক্টস অ্যাওয়ার্ড অন ইনক্লুসিভ এডুকেশন ২০১৩ সহ আরো অনেক পুরস্কার অর্জন।
২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়মিতভাবে বিভিন্ন ক্যাটাগরিতে “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (WSIS Award)” পুরস্কার অর্জন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন ও জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ICT Sustainable Development Award, Global ICT Excellence Award, World Summit on Information Society (WSIS) Award, ICT for Development Award-2016, ASOCIO Digital Government Award-2016 প্রদান করা হয়।
৭ থেকে ৯ মে ২০১৭ যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত MobileGov World Summit 2017 শীর্ষক ইভেন্টে Excellence in Designing the Future of e-Government ক্যাটাগরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “Global MobileGov Award 2017” এর চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।
Asian-Ocenian Computing Industry Organization (ASOCIO) এর পক্ষ থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কে “ICT Education Award 2017” পুরস্কার প্রদান করা হয়।
ইনক্লুসিভ ডিজিটাল অপরচুনিটি ক্যাটাগরিতে ইনফ-সরকার প্রকল্পকে “ই-এশিয়া ২০১৭” পুরস্কার প্রাপ্তি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড “দি ওপেন গ্রুপ অ্যাওয়ার্ডস ফর ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স ২০১৭” এ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ও “অ্যাওয়ার্ড অব ডিস্টিংশন” অর্জন।
ইন্টারন্যাশনাল ইনোভেশন, ইনোভেশন অ্যান্ড টেকনলজি এক্সিবিশন (আইটিইএক্স/ITEX Award) অ্যাওয়ার্ড ২০১৮ তে ইনোভেশন ক্যাটাগরিতে ৩টি পুরস্কার লাভ।
ওপেন গ্রুপ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড: এক যায়গা থেকে সরকারী সব তথ্য ও সেবা পেতে বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (বিএনইএ) শীর্ষক প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। নতুন প্রযুক্তি উদ্ভাবনে ওপেন গ্রুপ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে বিসিসি। ২২ ফেব্রুয়ারি ২০১৮ ওপেন গ্রুপের শীর্ষ কর্মকর্তা বিসিস’র প্রতিনিধির কাছে পুরস্কারটি হস্তান্তর করা হয়।
“দি ওপেন গ্রুপ অ্যাওয়ার্ডস ফর ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স ২০১৮” এ “একসেবা” প্রেসিডন্ট অ্যাওয়ার্ড অর্জন করে।